ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা গ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী রাজিয়া খাতুন (৫২) নিহত হয়েছে। সে ওই গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে ওই প্রতিবন্ধী নারী উল্লেখিত রেলপথে হাটছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।